নগর বাহিরে ডোম্বী তোহারি কুড়িয়া

নগর বাহিরে ডোম্বি তুহরী কুড়িয়া বাংলা ভাবানুবাদ চর্যা-১০ কানু লো ডোমনি, তোর নগর-বাইরে ঘর, নেড়া বামুন আমায় স্পর্শ কর্‌! আ লো ডোমনি, তোরে আমি সাঙ্গা করব ঠিক, জাত বাছে না কানু, সে যে নগ্ন কাপালিক। একখানি সে পদ্ম, তাতে চৌষট্টিটা পাপড়ি, তার উপরে ডোমনি নাচে, কী নৃত্য তার, বাপ রে! ডোমনি, তোরে প্রশ্ন করি, সত্যি ক'রে বল্, কার নায়ে তুই এপার-ওপার করিস চলাচল? আমার কাছে বিক্রি করিস চাঙাড়ি আর তাঁত, নটের পেটরা, তোর জন্যেই, দিই না তাতে হাত। তোর জন্যেই, হ্যাঁ লো ডোমনি, তোর জন্যেই যে এই কাপালিক হাড়ের মালা গলায় পরেছে। পুকুর খুঁড়ে মৃণাল-সুধা করিস ডোমনি পান– ডোমনি, তোরে মারব আমি, নেব রে তোর প্রাণ!

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0