চর্যাগীতি ১ কা আ তরুবর পঞ্চবি ডাল

কা আ তরুবর পঞ্চবি ডাল পদটির সারমর্ম। বাংলায় এর শাব্দিক অর্থ হলো শ্রেষ্ঠ তরু এই শরীর, পাঁচটি তার ডাল। চঞ্চলচিত্তে কাল (ধ্বংসের প্রতীক) প্রবেশ করে। এর ভাবার্থ হলো, শরীরের পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি ডালস্বরূপ। এই পঞ্চেন্দ্রিয় দিয়ে বাইরের জগতের সঙ্গে জানাশোনা চলে। এতে বেশি আকৃষ্ট হলে বস্তুজগৎকেই মানুষ চরম ও পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হয়।

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0