হ্যাঁ সত্যি বলছি

হ্যাঁ সত্যি বলছি

হ্যাঁ সত্যি বলছি

শামসুল হুদা

 ~~~~~~~~

হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি

ডুবে ডুবে কেন!?

সত্যিই আমি তোমাকে ভালোবাসি বলেই ভালোবাসি।

এ আমার সরল স্বীকারোক্তি।

তুমি বলবে প্রমাণ দাও,

আমি বলবো প্রমাণ নাও...

তুমি পিছিয়ে যাবে কারণ তুমি ভীতু।

ভালোবাসা কখনো গোপনে হয়না।

যাদের সাহস নেই তারা যেন কখনো ভালোবাসার দুয়ারে কড়া না নাড়ে,

তাহলে ভালোবাসা অপমানিত হয়।

গিন্নী বললেন এবার থাম অনেক তো হলো ভালোবাসাবাসি,

এবার একটু আল্লা খোদার নাম নাও,

আমি হেসে বললাম আচ্ছা বলত ভালোবাসা ছাড়া কি আল্লা,

খোদা,ভগবান বা ঈশ্বরকে পাওয়া যায়?

উত্তর নেই....

এবার একটু ঘুরিয়ে পেচিয়ে বললো না তা নয় কিন্তু বয়স তো হয়েছে?

বয়স হলে ভালোবাসতে নেই এটা কি কোন কিতাবে লেখা আছে?

কিছুক্ষণ নিরবতা....

বলছি,সামনে তো... কথা চিন্তা করতে হবে না-কি?

ও বুঝেছি, তুমি মৃত্যুর কথা বলছ? হাহাহাহাহা.....

হাসছ যে!??

মৃত্যুকে ভালোবেসে আলিঙ্গন করতে পারলেই তো জীবনের সুখ আর শান্তি।

প্রেমিক যেমন প্রেমিকাকে জড়িয়ে ধরে ভালোবেসে বেঁধে রাখে বাহুডোরে,

আমিও চাই আমার সবটুকু ভালোবাসা দিয়ে তাঁকে বরণ করতে,

আমি যে তাঁকে চাই আমার হৃদয় জুড়ে।

এ আমার ভালোবাসার পরিক্ষা ভালোবাসার সাধনা।

আমি ভালোবাসি ডুবে ডুবে নয় প্রকাশ্যে,স্ব জ্ঞানে।

স্ব রবে বলতে চাই

"আমি তোমাকে ভালোবাসি"

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0