উঁচা উঁচা পাবত তঁহি বসই

উষ্ণা উষ্ণা পর্বত তহি বসি সবরী বালী মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সবরী গীবত গুঞ্জরী মালী। উচু উচু পর্বত, সেখানে বাস করতো সবরী বালিকা। ময়ুরের পুচ্ছ পরিধানে শবরী, গলায় গুঞ্জার মালা। নগরের বাইরে অন্ত্যজ মানুষের বসবাস। ১০ সংখ্যক চর্যায় বলা হয়েছে-‘নগরের বাহিরে ডোম্বি তোহরী কুড়িয়া’- অর্থাৎ নগরের বাইরে ডোম্বী মেয়েদের কুড়ে ঘর। ‘টালত মোর ঘর নাহি পড়বেসী’ – টিলায় আমার ঘর, কিন্তু কোন প্রতিবেশি নেই। ৩৩ সংখ্যক চর্যাপদ-এ জনবসতির বাইরে বসবাসের ইঙ্গিত দেওয়া হয়েছে। লোকালয় থেকে দূরে উচ্চভূমিতে যাদের বাস, তাদের জীবিকা উপার্জনের পথও স্বতন্ত্র্য। তাদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত বিপর্যস্ত। তেমন কোন সম্মানজনক অবস্থান বা সম্পদ তাদের ছিল না। ফলে তারা সমাজে অস্পৃশ্য ছিল। কাপালিক, ব্যাধ, যোগী, ডোম্বী, চ-ালী, শবরী, তাঁতি, ধুনুরী, শুড়ি, মাহুত, নট-নটী প্রভৃতি নিম্নস্তরের মানুষের জীবনযাত্রা চর্যাপদে বর্ণিত হয়েছে। তাদের জীবনজীবিকা কখনো সুখ-স্বাচ্ছন্দ্যের পরিচয় বহন করে না। কয়েকটি চর্যাপদে ব্যাধবৃত্তির কথা বলা হয়েছে। ব্যাধ কতৃক হরিণ শিকারের বর্ণনা ভুসুকুপাদের ৬ সংখ্যক কবিতায় আছে। ডোম্বীদের বৃত্তি ছিল তাঁত বোনা ও চাঙ্গারি তৈ

What's Your Reaction?

like
2
dislike
0
love
2
funny
0
angry
0
sad
0
wow
1