কাহেরে ঘিনি মিলু আসহু

কাহের ঘিণি মিলু আসহু কিস বাংলা ভাবান্তর। চর্যা-৬ ভুসুকু কারে করি গ্রহণ আমি, কারেই ছেড়ে দেই? হাঁক পড়েছে আমায় ঘিরে আমার চৌদিকেই। হরিণ নিজের শত্রু হ'ল মাংস-হেতু তারই, ক্ষণকালের জন্য তারে ছাড়ে না শিকারী। দুঃখী হরিণ খায় না সে ঘাস, পান করে না পানি, জানে না যে কোথায় আছে তার হরিণী রানি। হরিণী কয়, হরিণ, আমার একটা কথা মান্ তো, চিরদিনের জন্য এ-বন ছেড়ে যা তুই, ভ্রান্ত! ছুটন্ত সেই হরিণের আর যায় না দেখা খুর– ভুসুকুর এই তত্ত্ব মূঢ়ের বুঝতে অনেক দূর।

What's Your Reaction?

like
1
dislike
0
love
2
funny
0
angry
0
sad
0
wow
1