কি তবে!?
কি তবে!?
শামসুল হুদা
~~~~~~~~~~
ভালোবাসা আসলে কি?
বিশ্বাস,আশ্বাস নাকি শুধুই দীর্ঘশ্বাসের নাম ভালোবাসা?
ভালোবাসার সংজ্ঞা কি!
কথা দিয়ে কথা না রাখা না বুকের মধ্যে জমে থাকা বরফ চাপা কান্না?
রাতজাগা নীল জোছনায়
একাকী উদাস নয়নে জেগে থাকা,
নাকি বিরহী পাখির করুণ স্বরে
রাতের নিস্তব্ধতা ভেদ করে
আকুল স্বরে ডেকে যাওয়ার নাম ভালোবাসা?
ভালোবাসার রুপ কি
শুধুই দুটো মনের অনন্তকাল ধরে গুমরে মরা
নাকি গোধূলির রঙের মতো ক্ষনিক মায়ায় হারিয়ে যাওয়া?
বিশ্বাসে যদি আসে অবিশ্বাসের ছায়া,
আশ্বাস যদি হয় কথা না রাখা,
স্বপ্ন যদি হয় দুঃস্বপ্ন,
বরফ চাপা কান্নার রঙ যদি হয় নীল,
তাকে কি ভালোবাসা কয়?