ভাটপুঁথি
ভাটপুঁথি
ষড়ঋতু'র বাংলাদেশ
রচনাঃ শামসুল হুদা
~~~~~~~~~~
আরে........
প্রথমে বন্দনা করি আপে নিরঞ্জন
যে করেছেন সুন্দর করে ত্রিভুবন সৃজন।
দ্বিতীয়ে বন্দনা করি নবী পয়গম্বরে
যাঁরা দিলেন পথের সন্ধান মানুষের পরে।
তৃতীয়ে বন্দনা করি মা বাবার চরণ
রক্ত ঋণে বাঁধা আছে তাঁদেরই বাঁধন।।
চতুর্থে বন্দি আমি শিক্ষাগুরু সবে
জ্ঞান কারিগর যাঁরা দিলেন জ্ঞানের রাস্তা ভবে।
আসর মাঝে বসে আছেন জ্ঞানী গুণী যারা
পুঁথি শুনতে অধীর হয়ে বসে আছেন তারা।
শুনেন শুনেন শুনেন সবে শুনেন বোন আর ভাই
ঋড়ঋতুর পুঁথি একখান আপনাদের শুনাই।।
সোনার বাংলাদেশ
সোনার বাংলাদেশ, রূপ অশেষ,
রূপের নাহি সীমা।
এই দেশেরই জন্য আমরা করি যে গরিমা।
শুনেন শুনেন বলি
শুনেন শুনেন বলি, রাস্তা চলি
বাতাস লাগে গায়ে।
ধুলাবালি কাদামাটি লাগে আমরার পায়ে।
এই দেশে আছে
এই দেশে আছে,মানুষ বাঁচে
ঝড় ঝঞ্জা খরায়।
সুখদুঃখ, বন্যা প্লাবন আছে ভাঙা গড়ায়।
আসে গ্রীষ্মকাল
আসে গ্রীষ্মকাল, সব নাকাল
ঝড়ঝাপটা সাথে।
আমরা পাই আম কাঠাল লিচু জাম পাতে।
খেতে দারুণ মজা
খেতে দারুণ মজা, মন তাজা
ইষ্টিকুটুম আসে।
মিষ্টি ফলের মধুর গন্ধে আনন্দে মন ভাসে।
আসে বর্ষাকাল
আসে বর্ষাকাল, নৌকায় পাল
নদ নদীতে উড়ে।
রং-বেরঙের পালের নৌকা চলে ঘুরেফিরে।
খেলে নৌকা বাইচ
খেলে নৌকা বাইচ, সাজ সাজ
সারী গানের সাথে।
গানের সুরে তালে ছন্দে বৈঠা চালায় হাতে।
আসে শরতকাল
আসে শরতকাল,ভিজে গাল
শিশির বিন্দু ঝরে।
শাপলা শালুক,শিউলি কাশফুল, ফুটে থরে থরে।
বাজে তা কুরকুর
বাজে তা কুরকুর,গুরগুরা গুর
কাসরঘন্টা বাজে।
দুর্গাপূজায় নরনারী সাজে নতুন সাজে।
আসে হেমন্তকাল
আসে হেমন্তকাল,ঘরের আকাল
দুর হয়ে যায়।
নতুন ধানে গোলা ভরে কৃষক শান্তি পায়।
চলে নবান্ন উৎসব
চলে নবান্ন উৎসব ফসলের মচ্ছব,
বাংলার ঘরে ঘরে।
সৃষ্টিকর্তার রহম ঝরে মানুষের উপরে।
আসে শীতঋতু
আসে শীতঋতু,মানুষ ভীতু
ঠান্ডায় জবুথবু।
বাংলাদেশের মানুষেরা হয়না কভু কাবু।
আসে ইষ্টি খেশি
আসে ইষ্টি খেশি সবাই খুশি
পিঠাপুলির গন্ধ।
গাও গেরামের মানুষের মনে ধরে না আনন্দ।
আসে বসন্তের দিন
আসে বসন্তের দিন,সব রঙিন
ফুলে বাগান ভরা।
ফুলে ফুলে প্রজাপতি ভোমরার নড়াচড়া।
চারিদিকে সুবাস
চারিদিকে সুবাস,বহে বাতাস
ফুলের গন্ধে ভাসে।
যুব যুবতীর মনে তখন নতুন চিন্তা আসে।
আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা
ঋতু'র পালা করিলাম বর্ণনা
এই দেশেরই জন্য আমরা হয়েছি আজ ধন্যা।
আজ এই পর্যন্ত
আজ এই পর্যন্ত, করি খান্ত
বিদায় নিয়া যাই
বাংলাদেশের লাল সবুজে মিশেছি সবাই।