মুক্তার মোক্তারনামা

মুক্তার মোক্তারনামা

মুক্তার মোক্তারনামা 
শামসুল হুদা 
~~~~~~~~~~~~
মুক্তা'র থেকে মুক্তি নিয়ে ভেবেছিলাম
আর নয় অনেক তো হলো
এবার একটু বিশ্রাম, 
কিন্তু মুক্তা যে আমার রাশিতে দিব্যি 
আমমোক্তার নামা নিয়ে আয়েশ করে বসে আছে 
সেকি সহজে যায়? 
হঠাৎই বাতাসে ভেসে এলো আবার সেই শব্দ 
কেমন আছ তুমি? 
শরীর ঠিক আছে তো? 
একটা গল্প পড়ছিলাম 
জলছবি'র মতো ভেসে উঠছিল সব,
সম্বিৎ ফিরে পেয়ে কিছুক্ষণ পর 
খুব ক্ষীণ স্বরে বললাম
ভালো আছি। 
তুমি কেমন আছ? 
কোনদিকে কোন কথা নেই! 
মনে হলো অপর প্রান্তে দীর্ঘশ্বাস.. 
অস্ফুট স্বরে বললো 
ভালোই তো আছি।
হ্যাঁ গো,আমি জানি তুমি কেমন আছ,
আমি কেমন আছি তাও তুমি জান।
বাঁশের ফাঁকে যেমন অঙ্কুরিত চারাটি
জায়গা না পেয়ে কোনক্রমে টিকিয়ে রাখে নিজেকে 
তেমনই আছি আমরা। 
বলতে হবে, ভালো আছি, ভালো থেক,
শুধু একটি শব্দ'ই বলা বারন।
প্রতিদিন বোবাকান্না'য় দুমড়ে মুচড়ে যাবে হৃদয় 
প্রকাশ করা যাবেনা। 
ঐ যে মোক্তারনামা,সমাজ, সংসার, 
লোকলজ্জার ভয়।
আচ্ছা একে কি বেঁচে থাকা বলে? 
মাঝেমধ্যে মনে হয় সবকিছু ভেঙেচুরে 
ফিরে যাই সেই আদিম সমাজে,
যেখানে থাকবেনা সমাজ, ধর্ম,পরিবার আর 
লোকলাজের বালাই,
ভালোবাসা, সম্মান আর মানবিকতায় 
ভরা থাকবে মানুষের হৃদয়। 
সমাজ,সংসারে প্রতিটি মানুষ শুধু মানুষের পরিচয় নিয়ে  পৃথিবীতে বেঁচে থাকবে।
অপর প্রান্তে দীর্ঘশ্বাস ছেড়ে অস্ফুট স্বরে 
একটি শব্দই বেরিয়ে এলো "ভালো থাকার চেষ্টা কোর"।

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0